উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/০২/২০২৪ ৪:২৮ পিএম

দোকান থেকে বাড়ি যাওয়ার পথে আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছে ছৈয়দ করিম নামে এক ব্যবসায়ী।

মঙ্গলবার (২৭ ফ্রেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ার তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিনা কারণে দোকান থেকে বাসায় যাওয়ার পথে ছুরি মেরে ছৈয়দ করিমকে হত্যা করা হয়। তবে বছর দুয়েক আগে কিছুটা পারিবারিক দ্বন্দ্ব ছিলো চাচাতো ভাই ছালামত উল্ল্যাহর সঙ্গে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

পাঠকের মতামত