বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৭/০২/২০২৫ ৭:১৩ এএম

কক্সবাজারের উখিয়ায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছেন ছাত্র-জনতা। একই সঙ্গে খুলে ফেলা হয়েছে নামফলক।

বৃহস্পতিবার রাতে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে স্থাপিত ম্যুরালটি ভেঙে দেওয়া হয়। পরে রাজাপালং ইউনিয়ন পরিষদের গেটে উপজেলা আওয়ামী লীগের নামফলকও খুলে ফেলা হয়৷

এদিকে, শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্যে কমেন্ট বক্সে মন্তব্য করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন ও সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ। কমেন্ট বক্সে সেখানে দেখা যায় ‘নেত্রী ঘোষণা দেন। দেশে সকল এমপি-মন্ত্রীদের চলে আসতে বলেন। সহ্য হচ্ছে না।’ এমন মন্তব্যের প্রতিবাদে ফুঁসে ওঠেন উখিয়ার ছাত্র-জনতা।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, কিছু লোক গেটের ভেতর ঢুকে শহিদ মিনারের ম্যুরালটি ভেঙে চলে যান বলে শুনেছি

পাঠকের মতামত

ফের সক্রিয় হতে উখিয়ায় আ.লীগের তৎপরতা রাতে নিষিদ্ধ ছাত্রলীগের লেখা ‘জয় বাংলা’ দিনে মুছে দিল উখিয়া ছাত্রদল

উখিয়ায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড উপজেলায় চাঞ্চল্যের জন্ম ...