ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০১/২০২৪ ৮:১৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন ও বিপণন করার অপরাধে ৩ টি প্রতিষ্ঠান হতে ৫০ হাজার টাকার অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়েছে।

আজ (৩০ জানুয়ারি) মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার তৈরি এবং বিপপন করায় দায়ে শাহ মজিদিয়া বেকারিকে ২৫ হাজার, শাহ জব্বারিয়া বেকারিকে ২০ হাজার ও মুদির দোকানে মূল্য তালিকা টাঙ্গিয়ে না দেয়ায় মন্জুর স্টোরকে ৫ হাজার জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে , নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন নিশ্চিত সহ দ্রব্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার আইনের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। এ সময় উপজেলা সেনেটারি কর্মকর্তা ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের স্টাফ গণ উপস্থিত ছিলেন ।

এ ধরনের অভিযান ও ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন হাট বাজারে নিয়মিত পরিচালনা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা ।

পাঠকের মতামত

বর্ষায় পাহাড়ি ঢলে কক্সবাজার-চট্টগ্রাম রেললাইন বন্ধ হওয়ার শঙ্কা

পর্যটন জেলা কক্সবাজারের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেললাইন চালু হওয়ার আগেই একবার পাহাড়ি ঢলে বেঁকে গিয়েছিল। কিন্তু ...

ইউনিয়ন হাসপাতালের একটি লোভি চক্রের ষড়যন্ত্রের শিকার কক্সবাজারে হাসপাতাল তৈরীর কারিগর নুরুল হুদা

পর্যটন রাজধানী কক্সবাজারে যাদের মহৎ চিন্তার বাস্তবায়নে সমাজের উন্নয়ন হচ্ছে, মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসছে, যাদের ...