উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০১/২০২৪ ৯:৪৯ এএম

কক্সবাজার উখিয়া হলদিয়া পালং ইউনিয়নে পাগলির বিল এলাকায় ঘরের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে।

সোমবার (২২জানুয়ারি) সকাল ৮টার দিকে হলদিয়া পালং ইউনিয়নে পাগলির বিল এলাকায় মেহের আলীর বাড়িতে এই অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে।

মেহের আলীর ছেলে রাইহান বলেন, ২০ বছর আগে আমাদের ঘরের পাশে মাটি কাটার সময় বোতলের মতো একটি বস্তু পাওয়া যায়। এটি লোহা মনে করে আব্বা বাড়ির পাশে রেখে দিয়েছিল। আমরাও এটা লোহা মনে করে খেলাধুলা করতাম। তবে এটি যে মর্টার শেল সেটি জানতে পারেনি। আজ আমি ঘর থেকে বের হাওয়ার সময় এটি চোখে পড়ে। আমার মনে কৌতূহল জাগলে এটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে সবাই এটিকে মর্টার শেল ও বিস্ফোরক পদার্থ বলে। পরে এটি ঘর থেকে একটু দূরে সরিয়ে রাখি।ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, আমরাও শুনেছি। খোঁজ খবর নিয়ে জানাচ্ছি।

পাঠকের মতামত

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বুলেটপ্রুফ গাড়িতে টহল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মরিয়া হয়ে সক্রিয় থাকা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আর চোরাচালান বন্ধে ...