কক্সবাজারের উখিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের শিশুরা শিক্ষা-দীক্ষায় বঞ্চিত রয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের জন্য রাখাইন জনগোষ্ঠীর কয়েক নেতা ছাড়া এগিয়ে আসার যেন কেউ নেই। সরকারি সহায়তা পেলে রাখাইন শিশুরা শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে যেত।
মংহ্লা নামে এক রাখাইন নেতা বলেন, শিক্ষা জাতির মেরুদ-। উখিয়ার জালিয়াপালং পাহাড়ের দূরবর্তী পাহাড়ি জনপদ মংহ্লা পাড়ায় গড়ে উঠেছে মহাপ্রজ্ঞা বিদ্যা নিকেতন। একটা সম্মিলিত মানবিক উদ্যোগ এটি। এখানে বিশেষ পুষ্টি ও আমিষের আয়োজনে যুক্ত ও এই উদ্যোগে অংশীদার সুবর্ণ ভূমি ফাউন্ডেশন। সঙ্গে রয়েছে শিক্ষকের নিয়মিত মাসিক সম্মানি। দিতে হয় ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ।
মহাপ্রজ্ঞা এডুকেশন ফাউন্ডেশন এই উদ্যোগের সার্বিক সমন্বয় করছে। তিনি আরও বলেন, আসবাবপত্র এবং শ্রেণিকক্ষসহ একটি পরিপূর্ণ স্কুল নির্মাণ করার প্রচেষ্টা নেওয়া খুবই দরকার। মংহ্লা পাড়ার উদ্যোগী জুমিয়া জনপদের মানুষদের সঙ্গে আমাদের (মহাপ্রজ্ঞা এডুকেশন ফাউন্ডেশন) সংহতি চলমান থাকুক।