সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০/১২/২০২৩ ৬:৪৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় জাতীয় শ্রমিক লীগ রাজাপালং ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালামকে নিয়ে ফেইসবুকে অপপ্রচার করায় উখিয়া থানায় অভিযোগ করেছে রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার রশিদ আহমদের পুত্র জাহাঙ্গীর আলম বিরুদ্ধে৷

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে উখিয়া থানায় আবুল কালাম বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন৷

অভিযোগ উল্লেখ করেন, আমি জাতীয় শ্রমিক লীগ, রাজাপালং ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহিত সম্পৃক্ত আছি। ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত অনুমান ৮:৪০ ঘটিকার সময় আমি উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদারবিল সাকিনের আমার বসত বাড়িতে আমার এন্ড্রয়েট মোবাইলে ফেসবুক দেখার সময় বিবাদীর ব্যবহারের Jahangir Alam নামীয় ফেইসবুক আই.ডি, যাহার লিংক নং- https://www.facebook.com/jahangir.cox.33 হইতে বিবাদী শত্রুতা বশতঃ আমার ছবির সাথে কয়েকটি মোটর সাইকেলের ছবি সংযুক্ত করিয়া আমাকে মটর সাইকেল চুরের সিন্ডিকেট, চোরাকারবারী এবং আমি বিবাদীর মানিব্যাগ ও নগদ টাকা নিয়া যায় মর্মে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও কুরুচিপূর্ন লেখা লিখে ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে আইডিতে পোষ্ট দিয়া ভাইরাল করে আমার সম্মানহানী করিতে দেখিতে পাই এবং আমার মোবাইলে স্ক্রীন শর্ট নিয়া স্ট্যাটাস সেভ করি।

অভিযোগ আরও উল্লেখ্য করেন, তাৎক্ষনাৎভাবে আমি বিষয়টি সাক্ষীগণসহ আমার পরিবারের লোকজন ও এলাকার গন্যমান্য লোকজনদের দেখাই এবং অবগত করি। ইহা ছাড়াও বিষয়টি আমার অনেক শুভাকাংকি লোকজন আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানায়। বিবাদী অজ্ঞাত স্থান হইতে আমার ও পরিবারের লোকজনদের পারিবারিক ও সামাজিক সুনাম সুখ্যাতি ক্ষুন্ন, রাজনৈতিক, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে বর্ণিত Jahangir Alam নামীয় ফেইসবুক আই.ডি খুলিয়া আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রহিয়াছে। ভবিষ্যতে উক্ত বিবাদী বর্ণিত ফেইসবুক আইডি হইতে আমার ও আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে আরো বিভিন্ন প্রকার উস্কানী মূলক লেখা, আপত্তিকর ছবি প্রকাশ, মেসেজ দিয়ে অপ প্রচার সহ সরকার ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ড ঘটাইয়া আমাকে ও আমার পরিবারের লোকজনদের ফাঁসাইতে পারে। ঘটনার বিষয় রাজাপালং ইউপির ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব সরওয়ার কামাল পাশাসহ এলাকার গন্যমান্য লোকজনদের অবগত করিয়া খানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। অভিযোগ আমার কথামত লিখা ও টাইপ করা হইয়াছে, যাবতীয় বিবরণ শুদ্ধ স্বীকারে নিজ নাম স্বাক্ষর করিলাম। সাক্ষীগণ ঘটনা দেখেন ও জানেন।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...