পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন সম্পন্ন
উখিয়ার রাজাপালং ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন ...
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর ৪টার দিকে উখিয়ার ৪নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত যুবক উখিয়া ৪নং ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী তার স্বামীকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনজিও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠকের মতামত