কক্সবাজারের উখিয়ায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে এবং সোসাইটি ফর হেল্থ এ্যাক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এর বাস্তবায়নে স্পন্সরশীপ শিশুদের সাধারণ জন্মোৎসব-২০২৪ উদযাপন করা হয়েছে৷
সোমবার (১৩ মে) সকালে রাজাপালং ইউনিয়নের খয়রাতিপাড়া ফুটবল মাঠে স্থানীয় শিশুদের নিয়ে এই উদযাপন করা হয়৷
উক্ত জন্মোৎসব উদযাপন অনুষ্ঠানে রাজাপালং ইউনিয়ন পেশাজীবী সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক শাহ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার।
শেড এর মনিটরিং অফিসার সায়েদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শেড এর উখিয়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম, উখিয়া এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্পনসরশিপ অফিসার প্রানশন ডালবট ও উখিয়া প্রেস ক্লাবের সদস্য ইব্রাহীম মোস্তফা।
জানা যায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অংশীদারী সংস্থা শেড গত নভেম্বর ২০১৮ সাল থেকে স্থানীয় হতদরিদ্র জনগোষ্ঠীর বিশেষত শিশুদের কল্যাণের জন্য উখিয়া উপজেলার রাজাপালং, রত্নাপালং, হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নে উখিয়া এরিয়া প্রোগ্রাম নামক একটি দীর্ঘ মেয়াদী কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় স্পন্সরশীপ শিশু ও তাদের পরিবাররের সদস্যগণকে শিশু সুরক্ষার বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও আনন্দময় পরিবেশ তৈরীর লক্ষ্যে রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া এলাকায় স্পন্সর শিশু ও তার পরিবারের সদস্যদের নিয়ে একটি সাধারণ জন্মোৎস উদযাপনের আয়োজন করা হয়েছে। এতে এলাকার কয়েক শত শিশু এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন৷
পাঠকের মতামত