রাখাইনে নিত্যপণ্যের পাচার বেড়ে বিপুল মাদক আসছে
তোফায়েল আহমদ, কক্সবাজার:: মায়ানমারের রাখাইন রাজ্যের (আরাকান) বিস্তীর্ণ এলাকার মানুষ এখন বাংলাদেশি নিত্যপণ্যের ওপর নির্ভর ...
উখিয়ার পালংখালীর শামসুল আলম নামক একজনকে হত্যার মামলায় ২ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।একইসাথে প্রত্যেককে ২ লক্ষ টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরো ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
রোববার ৬ আগস্ট কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিজ্ঞ বিচারক মো: মোশারফ হোসেন এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপর ২ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
একই আদালতের বেঞ্চ সহকারী প্রণব কান্তি শর্মা এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল মামলাটি পরিচালনা করেন।
যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামীরা হলো : জাহাঙ্গীর আলম ও শামসুল আলম
পাঠকের মতামত