ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৫/২০২৩ ৩:০০ পিএম

কক্সবাজারের উখিয়ায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় দীর্ঘ ১১ মাসেও শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে হিমশিম খেতে হচ্ছে।

থানা সূত্রে জানা যায়, গত বছর ২৮ জুন উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তৈল খোলা ফেরদৌস মুন্সির ঘোনা হতে পিছনে দুই হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ । সুরতহাল রিপোর্ট তৈরি করে যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন করা হয় । এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে উখিয়া থানা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১৫৫/৮৭৯ তারিখ ২৯/৬/২০২২ ইংরেজি। ধারা ৩০২ /৩৪ দঃ বি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহজাহান জানান , স্থানীয় গ্রাম চকিদারের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে । দু হাত পিছনে বাঁধ অবস্থায় লাশটি মাটিতে পড়ে থাকে। চোখের পাশ দিয়ে রক্ত পড়ার চাপ ছিল । রশি দিয়ে পেঁচানোর কালো দাগ ছিলো গলায়। পরনে হাফ শার্ট, লুঙ্গি ও হলুদ রঙের প্যান্ট ছিল। বয়স আনুমানিক ৫০/৫৫ বছর হবে।

স্থানীয়দের ভাষ্য, খুনিরা পরিকল্পিতভাবে ওই ব্যক্তি কে হত্যা করে দুর্গম পাহাড়ি এলাকায় ফেলে পালিয়ে যায়।

এদিকে হত্যাকাণ্ডের দীর্ঘ ১১ মাস অতিবাহিত হওয়ার পরও অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ।

এ প্রসঙ্গে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মদ শাহজাহান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় সনাক্ত না হওয়ায় হত্যাকাণ্ডের মোটিভ ও ক্লু উদ্ঘাটন করতে একটু বেগ পেতে হচ্ছে । অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, লাশের পরিচয় শনাক্তে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে। নিহত অজ্ঞাত ব্যক্তির ছবি পুলিশের বিভিন্ন শাখা বা উয়ং সহ গণমাধ্যমে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...