উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ৩:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকা থেকে ৭৫ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী, বাইশফাঁড়ী এবং পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে ৭৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

পাঠকের মতামত

বর্ষায় পাহাড়ি ঢলে কক্সবাজার-চট্টগ্রাম রেললাইন বন্ধ হওয়ার শঙ্কা

পর্যটন জেলা কক্সবাজারের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেললাইন চালু হওয়ার আগেই একবার পাহাড়ি ঢলে বেঁকে গিয়েছিল। কিন্তু ...

ইউনিয়ন হাসপাতালের একটি লোভি চক্রের ষড়যন্ত্রের শিকার কক্সবাজারে হাসপাতাল তৈরীর কারিগর নুরুল হুদা

পর্যটন রাজধানী কক্সবাজারে যাদের মহৎ চিন্তার বাস্তবায়নে সমাজের উন্নয়ন হচ্ছে, মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসছে, যাদের ...