উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/০৭/২০২৩ ১০:০১ এএম

বিএনপি’র পদযাত্রার নামে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচী অনুযায়ী উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে “শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পরবর্তী বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে উপজেলার কোটবাজার স্টেশনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জমির উদ্দিন, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেছা বেবী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক আজাদ, উখিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবুল ফজল মেম্বার, উখিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক তারেক হোসেন মানিক, উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইব্রাহীম, উখিয়া উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও ইউপি সদস্যা খুরশীদা বেগম, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সালাহউদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হক মেম্বার, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশীদ, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের ভুট্টো, রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আছহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, উখিয়া সদর রাজাপালং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন কন্টাক্টর প্রমুখ।

শান্তি সমাবেশে বক্তারা বলেন , সরকারের উন্নয়ন কার্যক্রম ও দেশের অগতির বিরুদ্ধে দেশি-বিদেশী চক্র সহ বিএনপি জামাত নানা ষড়যন্ত্রমূলক কর্মকান্ড শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত “রোড টু স্মার্ট বাংলাদেশ” সফল বাস্তবায়ন করার লক্ষ্যে সাধারণ জনগণ নিয়ে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ হয়েছে। এর আগে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, এবং সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ, সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্বস্ব উদ্যোগে মিছিল সহকারে শান্তি সমাবেশে যোগদান করেন।

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...