উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারসহ ভোটারদের মাঝে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবুল মনসুর চৌধুরী।
সোমবার (২৭ মে) তিনি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন,রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভালুকিয়াপালং গ্রামের বাসিন্দা খাইরুল আলম চৌধুরী,রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহ উদ্দিন,পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার ও বালুখালী এলাকার বাসিন্দা ফজল কাদের চৌধুরী ।
তারা নিজ নিজ এলাকায় প্রভাবশালী হওয়ার কারণে বখাটে প্রকৃতির লোকদের সন্ত্রাসী বাহিনী গঠন করে নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তারসহ সম্মানিত ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করার সম্ভাবনা বিদ্যমান বিধায়, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণ মূলক প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রাখার জন্য আবেদন করেন। নির্বাচনী ঘনিয়ে আসার সাথে সাথেই উল্লেখিত ব্যক্তিরা আমার নির্বাচনী কর্মী-সমর্থক ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।