ফারুক আহমদ::
উখিয়ার সমুদ্র উপকূলীয় চোয়াংখালীসহ বিভিন্ন নদীতে ফিশিং বোটের যন্ত্রাংশ, মাছ ধরার জাল ও যান্ত্রিন মূল্যবান মালামাল আঙ্কাজনক হারে চুরি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চোরের উপদ্রক বৃদ্ধি পাওয়ায় ফিশিং বোটের মালিকগণের মাঝে আতংক বিরাজ করছে।
জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চোয়াংখালী সমুদ্র উপকূলী এলাকায় প্রতি রাতেই ফিশিং বোটে চুরি সংঘটিত হচ্ছে। একদল সংঘবদ্ধ চোর সু-কৌশলে ফিশিং বোটের মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। অভিযোগে প্রকাশ ওই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র আব্দুল আলীর মালিকাধীন ফিশিং বোটের ইঞ্জিলের মূল্যবান যন্ত্রাংশ, মাছ ধরার জালসহ অন্যান্য সামগ্রী চুরি হচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসীরা জানান, মৃত হাফিজুর রহমানের পুত্র বেলাল উদ্দিন প্রকাশ বেলাইল্ল্যার চোরার নেতৃত্বে সংঘবদ্ধ চোরের দল প্রতিদিন চোয়াংখালী, ছেপটখালী, বোয়াংখালী ও মনখালীর নদীর ঘাঁটে অবস্থানরত অসংখ্য ফিশিং বোটে চুরি সংঘটিত করে।
স্থানীয় ইউপি মেম্বার জাহেদ আলম চুরি ঘটনায় প্রমাণিত হওয়ায় বেলালকে অর্থের জরিমাণাও করেছিল। ফিশিং বোটের মালিক আব্দুল আলী বলেন, প্রায় দেড় লক্ষ টাকার মাছ ধরার জাল ও ইঞ্জিলের যন্ত্রাংশ চুরি হওয়ায় বর্তমানে বোটটি অচল হয়ে পড়েছে। বর্তমানে ফিশিং বোটের মালিকগণ পেশাদার চোরের নিকট জিম্মি হয়ে পড়েছে। তারা আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
পাঠকের মতামত