মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া
প্রকাশিত: ০৫/১১/২০২২ ৯:০৭ পিএম

উখিয়া প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সদস্য ও সাবেক সভাপতি বর্ষীয়ান সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের মাগফেরাত কামনায় কালো ব্যাজ ধারণ,খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, শোক সভা এবং কবর জিয়ারত করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল, শোক সভা অনুষ্টানে সাঈদ মুহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুর রহিম।

উখিয়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রফিক উদ্দিন।

দোয়া মাহফিলে সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের সকল নেকআমল কবুল এবং তার গুনাখাতা মাফ করে জান্নাতের উঁচু মাকাম নসিব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে এক আলোচনা সভায় সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের কর্মময় জীবনী নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, সহ-সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক মাহমুদ হক বাবুল, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির বাচ্চু, কার্যকরী সদস্য নুর মোহাম্মদ সিকদার, সদস্য জসিম উদ্দিন, দিপন বিশ্বাস, আবদুল্লাহ আল আজিজ, মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, শাহিন প্রমুখ৷

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সাহসী ও দেশপ্রেমিক সাংবাদিককে হারিয়েছে। তিনি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়।

উল্লেখ্য, গত ৩০ (অক্টোবর) বার্ধক্যজনিত রোগে সকাল ৮টা ৪৫ মিনিটের সময় উখিয়া স্টেশনস্থ বাজারপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তিনি বিগত ৪০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। আর প্রায় দুই যুগের বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। জীবদ্দশায় তিনি উখিয়া প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। যুক্ত ছিলেন সামাজিক নানা সংগঠনের সাথে। প্রতিবাদী ও উন্নয়ন সাংবাদিক হিসেবে রফিক উদ্দিন বাবুলের সুনাম ছিল এলাকায়।

পাঠকের মতামত

নাইক্ষংছড়িতে নাশকতার অভিযোগে মামলা,আটক -৩, এখনো ধরাছোঁয়ার বাইরে ৬৫ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৮ জনের বিরুদ্ধে নাশকতা ...

৮১ রোহিঙ্গা আটক

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত দি‌য়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮১ জন ...