মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া
প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ৩:৪৫ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া দাখিল মাদ্রাসার এসএসসি দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৭৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরুস্কার তু্লে দেওয়া হয়।

শনিবার (০৮ জুন) সকালে মাদ্রাসার হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সুপার মওলানা মোহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এইচ এম জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার দাতা সদস্য আবু সৈয়দ, বিশিষ্ট শিক্ষানুরাগী খাইরুল আমিন চৌধুরী, অভিভাবক সদস্য মোকতার আহমদ, অভিভাবক সদস্য আব্বাস উদ্দিন সওদাগর, অভিভাবক সদস্য হাজী আজিজ উল্লাহ, মহিলা অভিভাবক সদস্য রেহেনা বেগম প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।

৭৫ জন শিক্ষার্থীদের মধ্যে ৭৩ জন কৃতি লাভ করেন৷ তাদের মধ্যে এ-প্লাস গ্রেট পেয়েছেন একজন, এ গ্রেট পেয়েছেন ৪০ জন, এ-মাইনাস গ্রেট পেয়েছেন ৩২ জন। এ সময় এ-প্লাস গ্রেট পাওয়া শিক্ষার্থী তাসনিম আমিন ইমু কে স্বর্ণপদক প্রদান করেন অত্র পরিচালনা কমিটির দাতা সদস্য আবু সৈয়দ।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৭৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা স্মারক (ক্রেষ্ট) ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শেষে অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয় সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা কক্সবাজারের উন্নয়নে বাধা: সাবেক হুইপ শাহজাহান চৌধুরী

কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার ...