সিরাজুল কবির, কক্সবাজার ::
কক্সবাজার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের আলোচিত হোটেল ব্যবসায়ী সুলতান হোটেলের মালিক সুলতানের একটি নোহা গাড়ি ইয়াবাসহ চট্টগ্রাম ডিবির হাতে জব্দ হয়েছে।
সোমবার (২৫ মার্চ) চট্টগ্রাম-কক্সবাজার রোডে আনোয়ার থানায় চেকপোস্ট বসিয়ে জব্দ করা হয়৷
জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিলের ড্রাইভার নূর হোসেন বেশকিছু দিন ধরে সোলতানের নতুন গাড়ি চালাচ্ছেিল৷ নূর হোসেন ও সোলতান বেশ কয়েক বছর ধরে গাড়ির আড়ালে ইয়াবা পাচার করে যাচ্ছিল। নূর হোসেনের পরিবারের দাবি, সোলতান সিন্ডিকেটের ইয়াবার বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আয়ের লোভ দেখিয়ে নূর হোসেনকে দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। ইতিপূর্বেও সুলতানের বিরুদ্ধে সিন্ডিকেট করে ইয়াবা বাণিজ্যের অভিযোগ রয়েছে। বিশেষ করে হোটেল ব্যবসায়ী সুলতান, টেলিকম ব্যবসায়ী ফাইজুল ও মার্সেল জয়নাল সিন্ডিকেট উখিয়ার ইয়াবা বাজারে অন্যতম সিন্ডিকেট হিসেবে পরিচিত। ইতিমধ্যে তারা ইয়াবা বানিজ্য করে কোটিপতির খাতায় নাম লিখিয়েছে।
এদিকে স্থানীয় একাধিক ড্রাইভারের সূত্রে জানা যায়, আটক নূর হোসেন উখিয়ার একটি শ্রমিক সংগঠনের নেতার ছোট ভাই। শ্রমিক নেতার ছোট ভাই হিসেবে নূর হোসেন বড়ভাইয়ের দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে উখিয়ার সীমান্ত থেকে বাংলাদেশর বিভিন্ন জেলায় ইয়াবা পাচার করে আসছিলো। নিয়মিত রুটিন হিসেব পাচার করা ইয়াবা হঠাৎ ডিবির জালে আটকা পড়ে নূর হোসেন৷ এ বিষয়ে আনোয়ার থানায় একটি মাদক মামলা দায়েরে করা হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, নূর হোসেন নামে এক মাদক কারবারি বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে৷
পাঠকের মতামত