প্রকাশিত: ০৮/১০/২০১৬ ৪:৫৭ পিএম , আপডেট: ০৮/১০/২০১৬ ৭:১৫ পিএম

fb_img_1475924134764শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের শেষ সীমানা পাগলির বিল গ্রামে ৩৫২ একর জমিতে নির্মিত হবে ওপেন পাবলিক জেল ও পুণঃবাসন কেন্দ্র। পার্শ্ববর্তী ভারত, মালয়েশিয়া, কানাডা সহ উন্নয়নশীল বিভিন্ন দেশে এ ধরনের একটি করে ওপেন পাবলিক জেলও পুণঃবাসন কেন্দ্র রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। শনিবার সকালে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেল সুপার বজলুর রশিদ, বেসরকারি কারা পরিদর্শক ও জেলা আওয়ামীলীগ নেতা আবুল মনসুর চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মন্ত্রী পরিষদ সচিবের ছোট ভাই অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী। এ সময় জেল সুপার বজলুর রশিদ বলেন, মালয়েশিয়ার সিআরপি (কমিউনিটি রিহেবিলিটেশন প্রোগ্রাম) এর আদলে বাংলাদেশের একমাত্র ওপেন পাবলিক জেল ও পূন:বাসন কেন্দ্রটি হবে হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল গ্রামে। এছাড়াও কক্সবাজারের কৃতি সন্তান মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম স্যারের আন্তরিক প্রচেষ্টায় এই ওপেন পাবলিক ও পুণঃবাসন কেন্দ্র হচ্ছে বলে জানান। এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...