মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ২১/০৫/২০২৪ ৯:৩৭ এএম

# পুরুষ ভোটার ৭৮৫৫০ জন
# মহিলা ভোটার ৭৩০১৪ জন
# সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে ভোট বেড়েছে ২২৫২

উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৬২টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০ জন। মহিলা ভোটার ৭৩ হাজার ১৪ জন। ৬২ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৩৫৫ টি। তারমধ্যে, স্থায়ী বুথ ৩৪৪ টি এবং অস্থায়ী বুথ ১১ টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া উপজেলায় ভোটার ছিলো ১ লক্ষ ৪৯ হাজার ৩১২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার বেড়েছে ২ হাজার ২৫২ জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।

১৯০৮ সালে উখিয়া থানা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৩ সালের ৭ নভেম্বর উখিয়া পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত হয়। উখিয়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন মাহমুদুল হক চৌধুরী। ২৬১’৮০ বর্গ কিলোমিটারের উখিয়া উপজেলায় ৫টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। ইউনিয়ন সমুহ হচ্ছে, রাজাপালং, জালিয়াপালং, পালংখালী, রত্মাপালং ও হলদিয়া পালং ইউনিয়ন।

উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস), আবুল মনসুর চৌধুরী (মোটর সাইকেল) ও জাফর আলম চৌধূরী (ঘোড়া)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-রাসেল চৌধুরী (তালা), জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), কামাল উদ্দিন মিন্টু (মাইক), গফুর চৌধুরী (চশমা) ও গফুর উল্লাহ (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-কামরুন্নেসা বেবী (কলস), সানজিদা আক্তার নূরী (প্রজাপতি) ও শাহীনা আক্তার (হাঁস)।

উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী রিটার্নিং অফিসার এবং উখিয়া উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মিজানুর রহমান সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।

পাঠকের মতামত