উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/১১/২০২৩ ৯:৪৭ এএম

দ্বিতীয় দিনে ৯৬ জন নিলেন আ. লীগের মনোনয়ন ফরম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিন গতকাল বৃহত্তর চট্টগ্রামের ২৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেছেন ৯৬ জন প্রার্থী। এর মধ্যে চট্টগ্রামের ১৬ আসন থেকে ৭০ জন প্রার্থী ৭১টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে গত দুদিনে বৃহত্তর চট্টগ্রামের ২৩ আসন থেকে ১৮৬ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রাঙামাটি আসনে সংসদ সদস্য দীপংকর তালুকদারসহ তিনজন, কক্সবাজারে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, শাহীন আক্তারসহ ২৩ জন ফরম সংগ্রহ করেছেন। প্রথম দিনের মতো গতকালও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশী নেতা ও তাদের সমর্থকরা। আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সালাউদ্দিন সাকিব জানান, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১৬টি আসনের ৭১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এতে ৩৫ লাখ ৫০ হাজার টাকা আয় হয়েছে। এর মধ্যে তিনজন নেতা দুটি করে আসনে ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি থেকে জানা যায়, গতকাল দ্বিতীয় দিনে চট্টগ্রাম থেকে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে নগর আওয়ামী লীগের সহসভাপতি ও চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, প্রবীণ আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, নগর আওয়ামী লীগের নেতা মো. দিদারুল আলম দুটি করে আসনে ফরম নিয়েছেন।

চট্টগ্রাম–১ (মীরসরাই) আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন একেএম বেলায়েত হোসেন এবং উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসন থেকে ফরম নিয়েছেন আফতাব উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) থেকে নিয়েছেন মো. জাফর উল্লাহ, মানিক মিয়া তালুকদার, একেএম বেলায়েত হোসেন, মহিউদ্দিন আহমেদ ও মো. জামাল উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চসিক আংশিক) আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আল মামুন, চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী ও রতেন্দু ভট্টাচার্য্য।

চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও চসিক আংশিক) আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সহসভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন, মোহাম্মদ ইউনুছ ও উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের বাসন্তী প্রভা পালিত। চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে নিয়েছেন মো. মুসলিম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, ইমরানুল কবির ও মোহাম্মদ আবুল কালাম।

চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসন থেকে গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এই আসনের তিনবারের সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম–৮ (বোয়ালখালী ও চসিক আংশিক) আসন থেকে গতকাল মনোনয়ন ফরম নিয়েছেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগের নেতা মো. দিদারুল আলম, মো. মোবারক আলী, মো. বেলাল হোসেন, সেলিনা খান, এসএম কফিল উদ্দিন, কাজী শারমিন সুমি, এসএম নুরুল ইসলাম ও বিজয় কুমার চৌধুরী।

চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এই আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান, নগর আওয়ামী লীগের নেতা মো. দিদারুল আলম ও কাউন্সিলর মো. শহিদুল আলম।

চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–ডবলমুরিং) আসনে ফরম নিয়েছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, মো. দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, কেবিএম শাহজাহান ও মোহাম্মদ ইউনুছ।

চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসন থেকে ফরম নিয়েছেন এই আসনের সংসদ সদস্য এম এ লতিফ, নগর আওয়ামী লীগের সহসভাপতি ও চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, নগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল, রেখা আলম চৌধুরী, মো. জাবেদ ইকবাল ও সওগাতুল আনোয়ার খান।

চট্টগ্রাম–১২ (পটিয়া) আসন থেকে ফরম নিয়েছেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য চেমন আরা বেগম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নাছির, ফুটবলার সত্যজিৎ দাশ রুপু, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ হারুনুর রশিদ ও আওয়ামী লীগ নেতা জুলকারনাইন চৌধুরী।

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন ও সমীরন নাথ। চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসন থেকে ফরম নিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও রিহ্যাব চট্টগ্রামের প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল কৈয়ূম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মো. মহিউদ্দিন, মোহা. কায়কোবাদ ওসমানী, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী ও মো. জাহিদুল ইসলাম।

চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন হাসান চৌধুরী, ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, সাজেদা সুরাত, মো. মইনুল ইসলাম মামুন, কামরুন নাহার, মোহাম্মদ আমান উল্লাহ জাহাঙ্গীর, মো. এরশাদুল হক ও মো. জসীম উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসন থেকে ফরম নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মোহাম্মদ আলমগীর চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও ওমর গনি এমইএস কলেজের অধ্যক্ষ মো. সরওয়ার আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ জমির উদ্দিন সিকদার ও আবু নাছের।

কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে ফরম নিয়েছেন নুরুল আজিম কনক, সালাহউদ্দিন আহমেদ, আমিনুল হক, রেজাউল করিম ও মো. আশরাফুল ইসলাম।

কক্সবাজার–২ (কুতুবদিয়া–মহেশখালী) আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মকছুদ মিয়া ও সিরাজুল মোস্তফা। কক্সবাজার–৩ (সদর) আসন থেকে ফরম নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার ও রনজিত দাশ।

কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসন থেকে ফরম নিয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, শাহীন আক্তার, মাহবুব মোরশেদ, শাহ আলম চৌধুরী, জাফর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, মো. আবু তাহের, সোহেল আহমদ, মো. নুরুল বশর ও সাধনা দাশগুপ্ত। রাঙামাটি আসন থেকে গতকাল দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার, নিখিল কুমার চাকমা ও অমর কুমার দে।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে ইটভাটায় অভিযান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়ায় কে-আর-ই ব্রিক ফিল্ডে সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটার কার্যক্রম ...