উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ১:৪৪ পিএম , আপডেট: ১৯/০৩/২০২৪ ৪:৫৮ পিএম

কক্সবাজারের উখিয়ার মোছারখোলা খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে বালিভর্তি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ। এ সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোররাতে এ অভিযান চালানো হয়। এসময় মোছারখোলা বিট কর্মকর্তা বেলাল হোসেন, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, দোছড়ি বিট কর্মকর্তা মো: সাজ্জাদুজ্জামানসহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী গ্রামের বাদশাহ মিয়ার ছেলে শাহজাহান জব্দকৃত গাড়িটির মালিক। উখিয়ার মোছারখোলা বিট কর্মকর্তা বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত