প্রকাশিত: ১০/০৮/২০১৬ ৯:১২ পিএম

নিউজ ডেস্ক::

শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বিএনপি ও অংগ সংগঠনের উখিয়া উপজেলা, ইউনিয়ন কমিঠি গঠনে উপজেলার  দুই প্রভাবশালী কর্তা নেতার ইচ্ছামতো পকেট কমিঠি গঠনের ধারাবাহিকতায় তৃণমুলে বিরাজ করছে ক্ষোভ, অসন্তোষ।

বিএনপি, যুবদলের বিভিন্ন স্থরের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, ২৭ ফ্রেবু্য়ারী ২০১৬ উখিয়া উপজেলা বিএনপির সম্সেলন হয়। সেখানে সরওয়ার জাহান চৌধুরীকে সভাপতি, সোলতান মাহমুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষনা করলেও ৫ মাস অতিবাহিত হওয়ার পরও রহস্যজনক কারণে সাংগঠনিক সহ পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করতে পারে নাই।

অন্যদিকে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন যুবদলের হলদিয়া উত্তর শাখায় সম্মেলনের ৬ মাস পর উপজেলা বিএনপির মনমতো পকেট কমিঠি করে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। যে কমিঠির সমালোচনায় পত্র পত্রিকায় অনেক লেখালেখি হয়েছিল।

একই অনিয়মের ধারাবাহিকতা অক্ষুণ্য রাখতে দেরী করে নাই হলদিয়া উত্তর বিএনপির কমিঠি গঠনে তিন পরিবারের মধ্যে সব নির্বাহী পদ দিয়ে কমিঠি ঘোষনা করলে হলদিয়া বিএনপির ত্যাগী, নির্যাতিত পদ বঞ্চিত নেতারগণ পদত্যাগ শুরু করলে উক্ত কমিঠি পুর্ণগঠন করা হয়।

সর্বশেষ উখিয়া উপজেলা যুবদলের অাহবায়ক কমিঠি গঠনেও অনেক সিনিয়রও রাজপথের ত্যাগীদের বাদ দিয়ে কতিপয় উড়ে এসে জুড়ে বসা টাকাওয়ালাদের দিয়ে অাহবায়ক কমিঠি করে অারেক বিতর্কের জম্মদিল।

উখিয়ার বিএনপি,যুবদল ও অঙ্গ সংগঠনে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির কমিঠি গুলোর কারণে অনেক সিনিয়র বঞ্চিত নেতারা রাজনীতির মাঠে নাই এবং বিএনপির কোন সাংগঠনিক কার্যক্রমে অংশ নেয়না। যা দলের অান্দোলন সংগ্রামে প্রভাব ফেলতে পারেন বলে মনে করেন রাজনীতিক অভিজ্ঞ মহল। সুত্র: কক্সবাজার সময়

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...