উখিয়ার আলোকিত শিক্ষাঙ্গন মাদরাসাতুন নূর'র ২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও দাওয়াহ কনফারেন্সের সমাপনী দিবস আজ। অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিদগ্ধ ইসলামিক স্কলার ড. আ. ফ. ম খালিদ হোসেন আজ এ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, উখিয়া-টেকনাফের সাবেক এমপি ও সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান আলোচক থাকবেন, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। সভাপতিত্ব করবেন, জেলার প্রবীণ আলেমেদ্বীন, ধাউনখালী খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ মুসলিম।
গতকাল ৭ জানুয়ারী (মঙ্গলবার) শুরু হওয়া এ সম্মেলন আজ ৮ জানুয়ারী (বুধবার) ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সম্পন্ন হবে। এ দ্বীনি আয়োজনে দেশবরেণ্য আলেম-ওলামা, প্রখ্যাত দাঈ, বিশিষ্ট ইসলামিক স্কলারদের আগমনকে কেন্দ্র করে এতদঞ্চলের ইসলামপ্রিয় জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বার্ষিক এ ইসলামী মহাসম্মেলনের সার্বিক সফলতার জন্য দ্বীন অনুরাগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদ আল্লামা ওবাইদু্ল্লাহ হামযা।
কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান