কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুটি ঘরে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কুতুপালং ২০-এক্সটেনশন ক্যাম্পের বি-২ ব্লকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুল মাজেদের ছেলে সামসুল আলম (৪৫), তাঁর ছেলে আলাউদ্দিন (১২) এবং মেয়ে মর্জিনা (১৩) ও মরিয়ম (১০)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে উখিয়ার ২০-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের বাসিন্দা হাসিনা বেগমের ঘরে ৮-১০ জনের একদল ডাকাত প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৭০ হাজার টাকা লুট করে।
এরপর তাঁর বোন সাজেদা বেগমের পার্শ্ববর্তী ঘরে প্রবেশ করে ৮৬ হাজার টাকা লুট করে পালিয়ে যাচ্ছিল। এ সময় প্রতিবেশী সামসুল আলমসহ অন্যরা এগিয়ে এসে ডাকাত দলকে আটকানোর চেষ্টা করে।
এতে ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে চারজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।
মোহাম্মদ সিরাজ আমীন আরও বলেন, ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।