প্রকাশিত: ২৩/০৭/২০১৬ ২:৫০ পিএম

IMG_20160723_144648ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম::
দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ ও প্রাচীনতম বিদ্যাপীঠ উখিয়া অনার্স কলেজকে সরকারী ভাবে জাতীয় করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর নিকট দাবী জানিয়ে  শনিবার সকাল ১১টায় ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর উদ্যোগে কক্সবাজার-টেকনাফ সড়কের এ বিশাল মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনত্তোর সমাবেশে বক্তব্য রাখেন, কলজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম.ফজলুল করিম, সহকারী অধ্যাপক অজিত কুমার দাশ, শিক্ষার্থীদের পক্ষে আলমগীর কবির নিশা ও সাঈদুল আমিন টিপু। বক্তরা বলেন, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত উখিয়া অর্নাস কলজে বর্তমানে প্রায় ১৬শত শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। মান সম্মত শিক্ষা বান্ধব এ কলেজটি লেখা-পড়ায় বার বার জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ৪টি বিভাগে অর্নাস কোর্স চালু রয়েছে। বলতে গেলে জাতীয় করণে সকল প্রকার অবকাঠামো, সহ-শিক্ষা কার্যক্রম, বিষয়ভিত্তিক শিক্ষক, খেলার মাঠ, ক্লাস রুম, নিজস্ব ভূমি সহ ও অন্যান্য কর্মকান্ড স্বয়ন সম্পূর্ণ রয়েছে। উখিয়া অর্নাস কলেজকে জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর কাছে দাবী জানিয়ে বক্তরা আরো বলেন, এ কলেজটি কে জাতীয় করণ করা হলে দেশের সর্বশেষ দক্ষিণ অঞ্চলের শত শত গরীব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হবে। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো: আব্দুল হক, সহকারী অধ্যাপক যথাক্রমে আহমদ ফারুক, ফরিদুল আলম চৌধুরী, মোহাম্মদ আলী, সিরাজুল হক, সবুজ শাহরিয়া, রফিকুল আলম চৌধুরী, প্রভাষক যথাক্রমে নবী হোসাইন, ছৈয়দ আকবর, শিল্পী পাল, শাহ আলম, আলমগীর মাহমুদ, কামরুন নাহার বেগম, ড. গিয়াস উদ্দিন, উত্তম কুমার ভৌমিক, মো: এনামুলক হক, অলক দাশ, তহিদুল আলম, মো: আব্দুল জলিল, মোহাম্মদ আবু তাহের, মো: নুরুল হক, রাজুয়ারা বেগম, খুরশেদ আলম, জালাল আহমদ, জয়ন্তী রাণী মজুমদার, মোহাম্মদ আমানত উল্লাহ, মৃদুল শর্মা সহ কলেজের কর্মকর্তা ও কর্মচারীগণ ও শত শত শিক্ষার্থীরা।
অধ্যাপক অজিত দাশ ও অলক দাশ সাংবাদিকদের জানান, উখিয়া অর্নাস কলেজকে জাতীয় করণে শিক্ষা মন্ত্রণালয় যেসব বিষয় চাওয়া হয়েছে সবই পরিপূর্ণ আছে উখিয়া অর্নাস কলেজে। তাই আমরা যৌত্তিক ভাবে সরকারের কাছে এ কলেজটি কে জাতীয় করণের দাবী জানাচ্ছি। শিক্ষার্থীরা জানান, সবুজ অরণ্য বেষ্ঠিত মনোরম পরিবেশে অবস্থিত এ কলেজটি উখিয়া-টেকনাফের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। অবহেলিত এদতঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার জন্য এ কলেজকে সরকারী ভাবে জাতীয় করণ করার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর নিকট দাবী জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...