প্রকাশিত: ১৯/০৩/২০২২ ১০:০৮ এএম

কক্সবাজারের উখিয়ায় অপহরণ হওয়ার ৪ দিনপর হালিমাতুস সাদিয়া (১৭) নামের একজনকে উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫।

বুধবার ১৬মার্চ বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন ধুয়াপালং এলাকায় র‍্যাবের অভিযানিক দল অভিযান চালিয়ে সাদিয়া কে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গত শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে খাতাসহ নিত্য ব্যবহারের পণ্য ক্রয় করার জন্য ভালুকিয়া পালং হারুন মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়।পরবর্তীতে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

উক্ত ঘটনার বিষয়ে কক্সবাজার জেলার উখিয়া থানায় গত ১৪মার্চ হালিমাতুস সাদিয়ার পিতা জলিল আহমদ (৫২) একটি সাধারণ ডায়রী লিপিবদ্ধ করেন। তারই সুত্রে র‍্যাব অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...

ঢাকায় আসছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো ...