মাহমুদুল হক বাবুল, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ঝিনুক বর্তী ট্রাক আটক করেছে স্থানীয় বন বিভাগ। জানা গেছে, গতকাল শুক্রবার ভোর ৫ টার দিকে ইনানী রেঞ্জের ছোয়াংখালী বন বিট কর্মকর্ত মোঃ তহিদুর রহমানের নেতৃত্বে একদল বনকর্মী উপজেলার উপক’লীয় জালিয়াপালং ইউনিয়নের রূপপতি এলাকায় অভিযান চালিয়ে একটি ঝিনুক বর্তী ঝিনাইদহ চট্রমেট্রো ট ১১Ñ০৪৫৬ নাম্বারের ট্রাক গাড়ীটি আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত গাড়ীটি বর্তমানে ইনানী রেঞ্জ অফিসের জিম্মায় রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপকুলীয় ইউনিয়নের ছেংছুড়ী এলাকার পরিবেশ ও বন ধ্বংসকারী আলতাফ হোসেন ও ভুলু দীর্ঘদিন ধরে মেরিনড্রাইভ সড়ক এলাকায় বসবাসকৃত অবৈধ রোহিঙ্গাদের জিম্মি করে স্থানীয় বন প্রশাসনকে বৃদ্ধঙ্গুলি ও ক্ষমতার দাপট দেখিয়ে তাদের মাধ্যমে ঝিনুক কুড়াই করে তা ট্রাক যোগে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর এতে কেই প্রতিবাদ করলে তাদের জনসম্মূখে গুলি করে হত্যার হুমকি ধমকি দিয়ে থাকে বলেও জানা যায়। এ ব্যাপারে ছোয়াংখালী বিট কর্মকর্তা মোঃ তহিদুর রহমান ঝিনুক বর্তী ট্রাক আটকের সত্যতা স্বীকার করেন।
উখিয়ায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদে হতদরিদ্র উপকারভোগীদের চাল বিতরণ না করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করার অভিযোগ ...
পাঠকের মতামত