প্রকাশিত: ১২/০৯/২০১৬ ৭:৩২ এএম

picture1-max-width-640-max-height-480উখিয়া নিউজ ডটকম::

গত শনিবার ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬ টায় ইনানী মিশেল লাবেলা রিসোর্টের সন্নিকটে সড়ক দূর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় সনাক্ত করতে পেরেছে উখিয়া থানা পুলিশ। নিহতরা হচ্ছে কুমিল্লা কুমিরা গ্রামের মোহাম্মদ ফারুকের স্ত্রী মমতাজ বেগম (২৫), কুমিল্লা কমলগঞ্জ জোরকমল গ্রামের পিকআপ ভ্যান চালক এরশাদ মিয়া (২৮), অপর জন ইয়াবা ছিনতাই কারী জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের ছিদ্দিক মেম্বারের ছেলে জিয়াউল হক (২৫)। ওইদিন চলন্ত গাড়ীতে ওঠে জিয়াউল হক চালকের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে মারাত্মক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ঘটনার সাথে এলাকার বেশ কয়েকজন ইয়াবাপাচারকারী জড়িত রয়েছে। এদের গ্রেপ্তার করা হলে আসল তথ্য বেরিয়ে আসবে। উদ্ধার করা সম্ভব হবে ছিনতাই করা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, মামলাটি সড়ক দূর্ঘটনা হিসাবে রুজু করা হলেও ইয়াবা পাচারকারীদের যাবতীয় তথ্য উপাত্ত এজাহারে উল্লেখ করা হয়েছে। তাই এসব পাচারকারীরা পার পেয়ে যেতে পারবে না।

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...