ডেস্ক রিপোর্ট::
গাজীপুরের টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনায় ধ্বংসস্তুপ থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে।
সোমবার বেলা ২টার দিকে বিধ্বস্ত কারখানা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।
এরআগে সকাল ৭টার দিকে দুটি এবং দুপুর ১টার দিকে একটি লাশ উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান এবং জেলা প্রশাসক এসএম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার ভোরে টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ঘটনার দিনই নিহত হন ২৪ জন।
রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। একই দিন বিকালে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় আরও চারজনের লাশ। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।
ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরে আরও শ্রমিকের মরদেহ থাকতে পারে।