টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলা ও আনসার কমান্ডার হত্যার পর অস্ত্র লুটের ঘটনায় অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার কুতুপালংশরণার্থী ক্যাম্প থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- খাইরুল আমিন ও মাস্টার আবুল কালাম আজাদ।
র্যাব দাবি করেছে, এ দুই সন্ত্রাসী টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলার পর অস্ত্র লুটের অন্যতম হোতা।
র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি সোহেল জানিয়েছেন, খাইরুল আমিন ও মাস্টার আবুল কালাম নামের এ দুই সন্ত্রাসীকে একটি পিস্তল, একটি ওয়ান সুটার গান ও গুলিসহ কুতুপালং থেকে গ্রেফতার করা হয়। এরা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আনসার ক্যাম্পে হামলা করে আনসার কমান্ডার হত্যার পর অস্ত্র লুটের অন্যতম হোতা।
প্রসঙ্গত, ২০১৬ সালে ১৩ মে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আনসার ক্যাম্পে হামলা করে আনসার কমান্ডার আলী হোসেনকে হত্যা করা হয়। এসময় ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করা হয়।