প্রকাশিত: ৩০/০৬/২০১৬ ১:৪২ পিএম

শফিক আজাদ,উখিয়া ::
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প হামলা, অস্ত্র লুট ও আসনার সদস্য হত্যার ঘটনায় উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয় বলে সুত্রে জানা গেছে।
র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানী কমান্ডার এএসপি শাফায়াত হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা সন্ত্রাসী রফিকসহ ৫ জনকে আটক করা হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত বিকেল ৩টায় প্রেসবিফিংয়ে জানানো হবে।
উল্লেখ্য যে, গত ১ মে দিরাগত রাত ২টায় টেকনাফ নয়াপাড়া শরনার্থী ক্যাম্পে অবস্থিত আনসার ব্যারাকে মুখোশধারী একদল সন্ত্রাসী হামলা চালিয়ে দায়িত্বরত আসনার কমান্ডার মোঃ আলি হোসেনকে গুলি করে হত্যা করে এবং অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আসনার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মোঃ আলমগীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...