পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...
ডা. শংকর বড়–য়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বারডেম একাডেমী থেকে “BANGLADESH INSTUTUUTE OF RESEARCH & REHABILATION OF DIABETES, ENDO CRINE & METABOLIC DISORDER (BIRDEM) MD. (DOCTORE OF MADICINE, ON DIABETOLOGY AND ENNO CRINOLOGY) ডিগ্রী অর্জন করেন। তিনি বিভিন্ন এলাকায় চাকুরী জীবনের পাশাপাশি উখিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার এ গৌরবময় অর্জনে তাকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন উখিয়া সেঞ্চুরী ল্যাব কর্তৃপক্ষ। উল্লেখ্য ডা. শংকর বড়–য়া উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া গ্রামের বাবু অমল বড়–য়ার প্রথম পুত্র। সে ভবিষ্যতে আরও সফলতার জন্য সকলের দোয়া ও আর্শিবাদ প্রার্থী।
পাঠকের মতামত