প্রকাশিত: ০২/০৯/২০১৬ ৮:২০ এএম

FB_IMG_1472756419791

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়া উপজেলার চোয়ানখালীতে গহীন পাহাড়ে একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। সেখান থেকে ১০ টি দেশী
বিদেশী অস্ত্র, অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ কারিগরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টা  থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এতে আটক অস্ত্র কারিগর আবুল হাশিম (৭৫)  ওই এলাকার মৃত বাছা মিয়ার পুত্র।

র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কামান্ডার এএসপি শরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে আটক করা হয় এ অস্ত্র কারিগরকে।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, ৬ টি এক নলা বন্দুক, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি পিস্তল। এছাড়া ৪ টি তাজা কাতুর্জ ও  নানা সরঞ্জাম পাওয়া যায়। সরঞ্জামের মধ্যে রয়েছে ড্রিল মেশিন, হাতুরী, পাইপ সহ অন্যান্য সরঞ্জাম।

তিনি জানান, আটক ব্যক্তি স্বীকার করেছে সে অস্ত্র তৈরী কারিগর এবং অবৈধভাবে অস্ত্র তৈরী করে আসছে। এব্যাপারে আটকের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। বাংলা নিউজ

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...