বার্তা পরিবেশক::
ডেইলপাড়া উখিয়া উপজেলার একটি প্রত্ম গ্রাম, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সংলগ্ন কৃষি প্রধান এই অঞ্চলটি সম্পদে ভরপুর হলেও শিক্ষা-দিক্ষায় ছিল অসম্ভব পিছিয়ে।
২০০৭ সনে এই জনপদকে আলোকিত করবার জন্যে রাজাপালং ইউনিয়নের সাত (০৭) নাম্বার ওয়ার্ডের ডেইলপাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয় ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়।
অত্র অঞ্চলের সমাজ হিতৈষী শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দানবির জালাল আহমদ চৌধুরী এই স্কুলটি প্রতিষ্ঠা করেন।
ইতোপুর্বে তিনি সুবিধা বঞ্চিত এই অঞ্চলে আরো দুটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় উজ্জ্বল ভুমিকা রাখেন।
শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য সম্প্রতি তাঁকে জাতীয় পর্যায়ে শিক্ষা সম্মাননা পদকে ভুষিত করা হয়।
এই পদক অর্জন করায় ডেইলপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ উদ্যোগে ছাত্র-শিক্ষক ও অভিভাবকের উপস্থিতিতে বিদ্যালয় মিলানায়তনে ১২/০৮/১৭ ইং তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীন রাজনীতিবিদ সিরাজুল হক বি.এ, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শেকড় সন্ধানি কবি সিরাজুল হক সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোকগবেষক মাষ্ঠার শাহ্ আলম,
কবি নিলয় রফিক, অনুবাদক অধ্যাপক উজ্জ্বল দেব, গল্পকার মোহাম্মদ হোসেন,এম.ফিল গবেষক মুহাম্মদ হোসাইন, আব্দুল আলম ফকির, ফরিদুল আলম মেম্বার প্রমুখ।
সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক গফুর আলম।
পাঠকের মতামত