প্রকাশিত: ২৩/০৬/২০১৬ ৪:৫৫ পিএম

phad-2016-copyএম বশর চৌধুরী, উখিয়া:

কক্সবাজারের উখিয়ার ক্রাইমজোন খ্যাত থাইংখালী হল্লক পাহাড়ে গত এক মাস ধরে বহুতল বিশিষ্টি একটি দালান নির্মানের কাজ পুরুদমে চলছে। বিলাশ বহুল এ দালান নির্মানে সরকারী বন ভুমির পাহাড় ও বিপুল পরিমান মূলবান গাছ পালা কর্তন করা হয়। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে এ চিত্র। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, থাইংখালী হাকিম পাড়া গ্রামের মৃত গোলাম হোছনের ছেলে নুরুল ইসলাম ওরপে চাইন্দা মৌলভী রহস্য জনক এ দালানটি নির্মান করছে। এলাকাবাসী আশংকা প্রকাশ করছেন দেশে চলমান জঙ্গী তৎপরতা, গুপ্ত হত্যার মত জঘন্য অপরাধ বেড়ে যাওয়ায় পাহাড়ী এলাকায় বিলাস বহুল দালান বাড়ী নির্মান নিয়ে রহস্য দানা বেধে উঠেছে। এলাকাবাসীর ধারনা অসৎ উদ্দেশ্যে এবং অবৈধ কর্মকান্ড পরিচালনার নিমিত্তে এ দালান নির্মান করা হচ্ছে। বিষয়টি স্থানীয় বন বিভাগের উধর্বতন কর্মকর্তা সহ আইন প্রয়োগকারী সংস্থার নজরদারীর প্রয়োজন রয়েছে বলে সচেতন মহল মনে করেন। থাইংখালী বন বিট অফিসের অতি সন্নিকটে সরকারী বনভুমির পাহাড় কর্তন করে নির্মান করা রহস্য জনক দালানের বিষয়ে থাইংখালী বিট কর্মকতা মোঃ আব্দুল মান্নানের সহিত মোবাইল নং- ০১৮২৮-৩৩৪১৯৯ এ যোগাযোগ করলে তিনি পুরানো একটি ঘর ভেঙ্গে দালান নির্মান করার বিষয় স্বীকার করলেও এ ব্যাপারে আইনগত কোন ব্যবস্থা নেয়নি বলে জানান। তার এ অভিমত আরো রহস্য জনক এবং তার সহায়তার প্রমান মেলে। এদিকে রহস্য জনক দালান নির্মানকারী অভিযুক্ত নুরুল ইসলাম ওরুপে চাইন্দা মৌলভীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়ায় তার অভিমত জানা যায়নি।

পাঠকের মতামত

বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার। যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশের ময়লা এবং সমুদ্র ...

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক ...