বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
উখিয়ার পালংখালীর সাবেক মেম্বার রশিদ অাহমদ অার নেই
প্রকাশিত - জানুয়ারী ২২, ২০১৭ ১২:০২ এএম
রফিক মাহমুদ, উখিয়া::
উখিয়া উপজেলার, পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, বহু স্কুল- মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রশিদ আহমদ মিয়া অার নেই। তিনি আজ ২১ জানুয়ারি শনিবার সকাল ৭ টা ৫০ মিনিটের সময় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে ইন্তেকাল করেছেন, (ইন্নাল্লিলাহী....রাজিউন)। অাজ ২১ জানুয়ারি শনিবার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় পালংখালী, ফারিরবিল অালিম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্টিত হবে। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল গ্রামের মৃত অাব্দুল গনির পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি একাধারে সমাজসেবক, পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার ও উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয়, ফারিরবিল অালিম মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.