প্রকাশিত: ০৪/১১/২০১৬ ৭:০৯ পিএম , আপডেট: ০৪/১১/২০১৬ ৭:১১ পিএম

img_20161104_190805ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী গ্রামে ইয়াবার ভাগ বাটোয়ারা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উখিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের চুরিঘাতে আবু ছৈয়দের ছেলে বদিউল আলম গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপতালে ভর্তি হয়েছেন। ঘটনার সময় ২ রাউন্ড গুলি বর্ষন করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল করিম জানান, পালংখালী ইউনিয়নের বটতলী গ্রামটি ইয়াবার মজুদ খান। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় স্থানীয় ইউপি মেম্বার ইয়াবা সম্রাট সুলতান আহম্মদের অস্ত্রধারীরা ইয়াবা ও স্বর্ণ লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে আবু ছৈয়দের ছেলে বদিউল আলম কে ধারালো অস্ত্র দিয়ে ক’পিয়ে গুরুতর আহত করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও গুলি বর্ষনের ঘটনা ঘটে। দুই মাস আগে সুলতান মেম্বার এর লোকজন ৪ হাজার ইয়াবা ট্যাবলেট ও মিয়ানমারের তৈরি ১ কোটি টাকার স্বর্ণ লুটপাট করে। এ ঘটনার জের ধরে আজ শুক্রবার গুলি বর্ষনের ঘটনা ঘটে ও বদিউল আলম কে আহত করে। ইয়াবা স্বর্গ রাজ্যে হিসাবে পরিচিত পালংখালী ইউনিয়নে প্রতিদিন কোন না কোন অপ্রীতকর ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। বর্তমানে পালংখালী ইউনিয়নে কুলি থেকে কোটিপতি হয়েছে এমন অনেক লোক রয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ আব্দুল মালেক মিয়া, উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কায় কিসলু, ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থতি নিয়ন্ত্রনে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রযেছে বলে উখিয়া থানার উপ-পরিদর্শক মোঃ শাহজাহান কামাল জানিয়েছেন।

পাঠকের মতামত

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেলেন পুলিশ সুপার মো. নাইমুল হক

দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ও সনদ প্রদান ...