নিজস্ব প্রতিনিধি, উখিয়া |
উখিয়ার পোষ্ট মাষ্টার রফিকুল আমিনের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। সে কোন দিন বেলা ১২ টার আগে কর্মস্থলে উপস্থিত থাকেনা বলে জানা গেছে। উখিয়ার সংবাদ পত্রের এজেন্ট আমিন উল্লাহ জানান, পোষ্ট মাষ্টারের অবহেলার দায়ে বিভিন্ন পত্রিকার অফিস থেকে গুরুত্ব পূর্ণ কাগজ পত্রাদি পাঠালেও সঠিক সময়ে পায় না। এ ছাড়াও বিভিন্ন লোকজন গুরুত্ব পূর্ণ কাগজ পত্র পৌছলে সঠিক সময়ে পোষ্ট অফিসে এসে ফেরত যেতে হয়। পোষ্ট মাষ্টারের বাড়ী রামু উপজেলার রাজারকুল হওয়ায় সে দাপটের সহিদ নিয়মিত কর্মস্থলে আসে না বলে অভিযোগ করেছেন ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ বাহার। তার মত শত শত লোকজন পোষ্ট অফিসে গিয়ে তাকে না পেয়ে গুরুত্ব পূর্ণ কাগজ পত্রাদি দূরদোরান্তে পাঠাতে পারেনা এবং দুর থেকে আসা গুরুত্ব পূর্ণ কাগজ পত্রাদি গ্রহন করতে পারে না। সরজমিনে গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় গিয়ে কর্মস্থলে না পাওয়ায় মুঠফোনে যোগাযোগ করা হলে সে জানায়, আমি এখন রামুতে আছি।