প্রেস বিজ্ঞপ্তি::
উখিয়া উপজেলা ক্রাইম জোন খ্যাত জনপদ পালংখালী ইউনিয়নের বৃহত্তর বালুখালীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের নিয়ে এলাকাকে ইয়াবা ও সন্ত্রাস মুক্ত করার লক্ষে বিকাল ৪ টা.বালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খোলা মাঠে এক জরুরী মিটিং করা হয়।মিটিংএর অালোচনা সভায় সকলে বলেন ইয়াবা ও সান্ত্রাস এর কারনে এলাকার পরিস্থিতি দিন দিন অরাজকতা সৃষ্টি হচ্ছে,অাগে অামাদের প্রত্যেক এলাকায় অামাদের শিক্ষিত সমাজকে মাদক ও সান্ত্রাস প্রতিরোধ গড়ে তুলতে হবে।ইয়াবা থেকে সান্ত্রাসী কর্মকাণ্ড জম্ম হচ্ছে। বৃহত্তর বালুখালীতে ইয়াবা ও সান্ত্রাস বিরোধী কমিটি গঠন করে ইয়াবা প্রতিরোধে অামরা প্রত্যেক শিক্ষিত ছাত্রদের স্বজাগ থাকতে হবে। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। ইয়াবা ও মাদক এবং জঙ্গীবাদ প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হতে হবে অাহবান । আজকে আমাদের অালোচনা সভায় বৃহত্তর বালুখালী ইয়াবা ও সান্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়। অালোচনা সভায় সকলের মতামত ভিত্তিতে উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সংবাদকর্মী অালমগীর অালম নিসা কে অাহবায়ক ও কক্সবাজার সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মো: সৈয়দুল অামিন হিমু সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটি অাহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটি সদস্য যথাক্রমে কক্সবাজার সিটি কলেজে (মাষ্টার্স কোর্স পাশ) ফারুক মিয়া, কক্সবাজার সিটি কলেজের (অর্থনীতি বিভাগ) রাশেল চৌধুরী, উখিয়া কলেজ বিএসএস (ডিগ্রী) জিয়া উদ্দিন অারিফ,কক্সবাজার সিটি কলেজ (সমাজবিজ্ঞান) অাশরাফুল অাজিজ,উখিয়া কলেজ (হিসাব বিজ্ঞান) অাবদুল করিম,উখিয়া কলেজ (রাষ্ট্রবিজ্ঞান) রুহুল অামিন,সিটি কলেজ (সমাজবিজ্ঞান) অাবু তাহের,কক্সবাজার সরকারী কলেজ দেলোয়ার হোসেন টিসু,হারবার্ড কলেজ অাবু হেনা সৈকত,উখিয়া কলেজ সিরাজুল হক জিয়া।
কক্সবাজারের উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করা টিসিবি পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার ...
পাঠকের মতামত