প্রকাশিত: ১৭/১২/২০১৬ ৯:৫৮ এএম , আপডেট: ১৭/১২/২০১৬ ১০:৩৭ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীন মুরব্বী এখলাসুর রহমান সওদাগর ইন্তেকাল ক‌রে‌ছেন (ইন্না লিল্লা‌হে—–রা‌জেউন)।গত শুক্রবার রাত ১১.৫০ মি‌নি‌টে  কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে  হৃদয‌ন্ত্রের ক্রিয়া বন্ধ হ‌য়ে তি‌নি মারা যান।
তার বড় ছে‌লে  আজিজুল হক মামুন মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। আজ  শনিবার বিকাল ৩টায় উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে   মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত