প্রকাশিত: ১৯/০৮/২০১৬ ৯:৩৮ এএম

FB_IMG_1471571147841রফিক মাহামুদ, উখিয়া
অবশেষে মরণ ঘাতক ক্যান্সারের কাছে হার মেনে না পেরার দেশে চলে গেলেন উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের বাসিন্দ্যা মৃত অাবুল কাশেম সওদাগরের পুত্র বিশিষ্ট যুবনেতা ও সমাজ সেবক নুরুল আবছার। ১৯ অাগস্ট শুক্রবার দিবাগত রাত ২ টার সময় চট্রগ্রামে হাসপাতালে নেওয়ার পথে পটিয়া নামক স্থানে মৃত্যু বরন করেন তিনি, (ইন্নাল্লি……….রাজিউন)। অাজ ১৯ অাগস্ট শুক্রবার বিকাল ৩টার সময় স্থানীয় থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাহার নামাজে জানাযা অনুষ্টিত হবে। নুরুল অাবছার দীর্ঘ দিন ধরে মরণ ঘাতক কেন্সার রোগে অাক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লডাই করে চির তরে চলে গেলেন না পেরার দেশে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩০বছর। তিনি স্ত্রী, এক শিশু সন্তান, মা এক ভাই ও এক বোন সহ অসংখ্য অাত্নীয় স্বজন, রাজনৈতিক সহ যোদ্ধা ও বন্ধু-বান্ধব রেখে যান।

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...