উখিয়ার কুতুপালং মেগা রোহিঙ্গা ক্যাম্প ইরানী পাহাড়ে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৬ জন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ১৪ আর্মড ব্যাটালিয়ান পুলিশ।
জানা যায়, গত শক্রবার গভীর রাতে অস্ত্রে সজ্জিত ১০/১৫ জন ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্ততি নিয়েছে। এপিবিএন পুলিশ খবব পেয়ে তৎক্ষনাৎ ইরানী পাহাড় ক্যাম্প পুলিশ ক্যাম্প-৫, বøক-সি, সাব
বøক-সি/৫ এর বাঁশের ব্রীজের নিচে পশ্চিম পাশে অভিযান পরিচালনা অস্ত্র সহ ৬ জন ডাকাত কে আটক করে।
আটককৃতরা হলেন ফজল আহমদ(৩৩), পিতা- আবুল হাসিম ২। মোঃ হোসেন(৩১), পিতা- মৃত এজাহার হোসেন, ৩। দিল মোহাম্মদ(৪০), পিতা মোহাম্মদ হোছন , ৪। মোঃ হোসেন(২৮) পিতা- নূর আহমেদ, ৫। মোঃ আলম(২৪) পিতা- মৃত রশিদ আহমদ ও ৬। মোঃ ইয়াছিন(৩০), পিতা- মৃত আব্দুর রকিম এরা ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এপিবিএন পুলিশ আরো জানান, উদ্ধার কৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ছোরা। যাহা কাঠের বাট সহ লম্বা ২৩.৫ ইঞ্চি একটি স্টিলের কাভার যুক্ত ছোরা। যাহা স্টিলের বাট সহ লম্বা ২২.৫ ইঞ্চি, একটি স্টিলের চাপাতি। যাহা কাঠের বাট সহ লম্বা ১০.৫ ইঞ্চি, একটি লোহার নান চাকু। যাহা শিকলসহ লম্বা ৩৩ ইঞ্চি, একটি রাম দা। যাহা কাঠের বাট সহ লম্বা ২৩ ইঞ্চি ও একটি দা। যাহা কাঠের বাট সহ লম্বা ২৯.২ ইঞ্চি সহ গ্রেফতার করা হয় ।
আটককৃত ডাকাতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সহিত জড়িত থাকার কথা স্বীকার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন পুলিশের কমান্ডার মোঃ নাঈমুল হক।