প্রকাশিত: ২৮/০৮/২০২১ ১২:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।২৭ আগস্ট (শুক্রবার) দুপুরে উখিয়ার পালংখালী আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

কক্সবাজারস্থ ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে কতিপয় ইয়াবা কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি আভিযানিক টহল দল আঞ্জুমানপাড়ার বিল এলাকায় উৎপেতে থাকে। এমন সময় ৩ ব্যাক্তি সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে সন্দেহজনক হিসেবে আটক করে। পরে আসামীদের শরীরে অতিকৌশলে বাঁধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশী করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯০ লাখ টাকা।

আটকরা হলো বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮’র মৃত নজির আহমদের ছেলে মোঃ আক্তার হোসেন (৩০), মৃত রশিদ আহমদের ছেলে মোঃ আব্দুস শুকুর (২৮) ও মোঃ ইলিয়াসের পুত্র মোঃ মাহমুদুল হক (২১)।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

পাঠকের মতামত

অভিযান চালিয়ে গ্রেফতার কক্সবাজারে মার্কিন নারীকে একা পেয়ে জড়িয়ে ধরল যুবক

জাতীসংঘের কক্সবাজার কার্যালয়ে কর্মরত এক মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির অভিযোগে তারেকুল ইসলাম ওরফে চু-ইল্যা তারেক ...

নারী সমন্বয়ক গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, ...