প্রকাশিত: ২৪/০৮/২০১৬ ৯:২৪ পিএম

Shahid Pic Ukhiya 24-08-2016 2শহিদুল ইসলাম, উখিয়া::
১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কক্সবাজারের আওতাধীন ঘুমধুম বিওপির সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেন। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৪৮ হাজার ৫শত টাকা বলে বিজিবি জানিয়েছেন। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। ঘুমধুম বিওপির কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান বুধবার ভোর রাতে ঘুমধুম ইউনিয়নের কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪টি কার্টুন উদ্ধার করেন। কার্টূনের ভিতরে ৬ হাজার ৯শত প্যাকেট বার্মিজ মারবেল সিগারেট রয়েছে বলে বিজিবি জানিয়েছেন। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সীমান্তে উদ্ধারকৃত সিগারেট ধ্বংস
কক্সবাজারের উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুম ও তুমব্র“ সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন আসছে মিয়ানমারের তৈরি সিগারেট। মাঝে মধ্যে বিজিবির সদস্যরা সিগারেট জব্দ করলেও পাচারকারীদের ধরতে পারেনা। গত ক’দিন ধরে ঘুমধুম ও তুমব্র“ বিওপির সদস্যরা ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই পথে আসার সময় বিজিবির হাতে অল্প সংখ্যক সিগারেটের কার্টুন জব্দ করেন। বুধবার (২৪ আগষ্ট) বিকেল ৫ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজার এলাকায় উদ্ধারকৃত নিুমানের বিদেশী সিগারেট ধ্বংস করা হয়। একই সঙ্গে বিজিবি কর্তৃক পাচারকারী সহ অবৈধ ভাবে শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশী নিুমানের সিগারেট দোকানে সংরক্ষণ ও খুচরা বিক্রয়ের বিষয়েও সতর্ক করে দেন বিজিবি। পাশাপাশি স্থানীয় যুব সমাজ যেন স্বল্প মূল্যের এসব নিুমানের সিগারেটের কারণে ধুমপানে আসক্ত না হওয়ার জন্য অনুরোধ জানান। ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবুল খায়ের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পালংখালী বিওপির কমান্ডার সুবেদার মোঃ আকতার হোসেন, ঘুমধুম বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ সাইফুল ইসলাম, তুমব্র“ বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম, বেতবুনিয়া দোকান মালিক সমিতি ও বাজার কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ বশির আলম, তুমব্র“ বাজার কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম, ৩ নং ঘুমধুম ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য খালেদা বেগম, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাশার, দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।

পাঠকের মতামত

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...