উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০৯/২০২২ ১০:৫১ এএম , আপডেট: ৩০/০৯/২০২২ ১০:৫১ এএম

উখিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) অধীন সিসমিক অবজারভেটরি অ্যান্ড রিসার্চ সেন্টারের ইনচার্জ ইকবাল আহমেদ জানান, রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪৭১ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মাওলাইক জেলায়।

তিনি বলেন,“ উখিয়া ও দেশের অন্যান্য অংশে ভোর ৪টা ২২ মিনিটে কম্পন অনুভূত হয়।”

তবে এই ভূমিকম্পে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

৫ থেকে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে মাঝারি বলে মনে করা হয় এবং এটি ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে।

এর আগে, শুক্রবার ভোরে মিয়ানমারে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ইএমএসসি-এর বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে কম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ...

কক্সবাজার জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করলেন মোঃ সাইফউদ্দীন শাহীন

কক্সবাজার জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ সাইফউদ্দীন শাহীন। ...

সাংবাদিককে ফাঁসাতে মাদকদ্রব্য অধিদপ্তরের লাইভ নাটক, তদন্তের দাবিতে উত্তাল কক্সবাজার

কক্সবাজারে এক সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) ...