![](https://www.ukhiyanews.com/wp-content/uploads/bigstock-seismograph-for-earthquake-det-229401037-1536745316008-1547536436231.jpeg)
উখিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) অধীন সিসমিক অবজারভেটরি অ্যান্ড রিসার্চ সেন্টারের ইনচার্জ ইকবাল আহমেদ জানান, রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪৭১ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মাওলাইক জেলায়।
তিনি বলেন,“ উখিয়া ও দেশের অন্যান্য অংশে ভোর ৪টা ২২ মিনিটে কম্পন অনুভূত হয়।”
তবে এই ভূমিকম্পে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৫ থেকে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে মাঝারি বলে মনে করা হয় এবং এটি ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে।
এর আগে, শুক্রবার ভোরে মিয়ানমারে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
ইএমএসসি-এর বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে কম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
![](https://www.ukhiyanews.com/wp-content/uploads/add1.gif)
পাঠকের মতামত