নিজস্ব প্রতিবেদক
উখিয়া উপজেলার মরিচ্যা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
সোমবার সকালে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই অভিযান চালায়।
আটকরা হলেন, দিনাজপুরের কোতোয়ালী থানার হরিপুর এলাকার আব্দুল লতিফের ছেলে পিকআপ ভ্যানের চালক আব্দুর রশিদ (২৮) ও কোতোয়ালী থানার টার্মিনাল পাড়া এলাকার মো: নজরুলের ছেলে হেলপার মো: মানিক (২২)।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক জীবন বড়–য়া জানান, গোপন সূত্রে ইয়াবা পাচারের খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল ওই স্থানে অবস্থান নেয়। এক পর্যায়ে পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ড-১২-০১৮৬) তল্লাশীকালে চালকের পাশে থাকা বক্সের ভেতর ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় আটক দুই জনের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই জনকেও থানায় সোপর্দ করা হয়েছে।
কক্সবাজারে আলোচিত খুলনার সাবেক ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর হত্যায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। ...
পাঠকের মতামত