প্রকাশিত: ২০/০৭/২০১৬ ১০:২৫ এএম , আপডেট: ২০/০৭/২০১৬ ১০:৩৭ এএম

13728928_292217591169225_9127384509107838174_nডেস্ক রিপোর্ট ::

উখিয়া-টেকনাফে মোবাইল অপারেটর কোম্পানি রবি,র ব্যাপক জনপ্রিয়তাকে পুঁজি করে রবিতে কর্মরত একশ্রেণীর কর্মকর্তা/কর্মচারী জড়িয়ে পড়েছে ইয়াবা বানিজ্য।গত ১৯ জুলাই উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মোবাইল অপারেটর রবি,র উখিয়া শাখায় কর্মরত পালংখালী ইউনিয়নের দ্বায়িত্বে থাকা এস.আর নুরুল আমিন মুন্নাকে উখিয়া আসার
পথে ৪৮০০ পিস ইয়াবাসহ আটক করে।আটককৃত মুন্না উপজেলার রত্নাপালং ইউনিয়নের থিমছড়ী এলাকার মৃত ফরিদ আলমের পুত্র। জানা গেছে,রবি,র অনেকেই মোবাইল কার্ড,সিম ও ইজিলোড ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।তাছাড়া বিভিন্ন কোম্পানির আড়ালে অভিনব
কায়দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোঁখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে শতাধিক তরুন।

পাঠকের মতামত