উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদে চাল নিয়ে চালবাজি , গুদামে তালা!
উখিয়ায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদে হতদরিদ্র উপকারভোগীদের চাল বিতরণ না করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করার অভিযোগ ...
উখিয়া-টেকনাফে মোবাইল অপারেটর কোম্পানি রবি,র ব্যাপক জনপ্রিয়তাকে পুঁজি করে রবিতে কর্মরত একশ্রেণীর কর্মকর্তা/কর্মচারী জড়িয়ে পড়েছে ইয়াবা বানিজ্য।গত ১৯ জুলাই উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মোবাইল অপারেটর রবি,র উখিয়া শাখায় কর্মরত পালংখালী ইউনিয়নের দ্বায়িত্বে থাকা এস.আর নুরুল আমিন মুন্নাকে উখিয়া আসার
পথে ৪৮০০ পিস ইয়াবাসহ আটক করে।আটককৃত মুন্না উপজেলার রত্নাপালং ইউনিয়নের থিমছড়ী এলাকার মৃত ফরিদ আলমের পুত্র। জানা গেছে,রবি,র অনেকেই মোবাইল কার্ড,সিম ও ইজিলোড ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।তাছাড়া বিভিন্ন কোম্পানির আড়ালে অভিনব
কায়দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোঁখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে শতাধিক তরুন।
পাঠকের মতামত