প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ৯:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
উখিয়ার হলদিয়াপালং এ ইয়াবা আসক্তদের হামলায় স্কুল ছাত্রী সহ ৩জন আহত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় রুমখা মৌলভীপাড়া গ্রামে এঘটনাটি ঘটেছে। আহতদের কে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় হলদিয়াপালং ইউনিয়নের রুমখা মৌলভীপাড়া গ্রামের মৃত লোকমান হাকিমের পুত্র শকওত আলী (৩০) একজন পেশাদার মাদকাসক্ত। তিনি ইয়াবা ব্যবসায় জড়িত। তার বাড়িতে ইয়াবা সেবন করতে প্রতিদিন বিভিন্ন এলাকার বখাটে যুবক আসে। মাদকাসক্ত যুবকদের বেপরোয়া চলাফেরার কারণে স্কুলের ছাত্রীরা স্কুলে যেতে পারছে না।
অভিযোগে প্রকাশ, ইয়াবা ব্যবসায় প্রতিবাদ করায় মাদকাসক্ত শওকত ক্ষুদ্ধ হয়ে গত মঙ্গলবার সকালে শাকের আলী মিস্ত্রীর বাড়িতে হামলা চালায়। এসময় বাধা দেওয়ায় ইয়াবা ব্যবসায়ীর হামলায় আহত হন সাকের আলী মিস্ত্রী (৪৫) স্ত্রী রাবেয়া বেগম (৩০) ও স্কুল ছাত্রী গোলাপী আক্তার (১৪)।
আহতদেরকে গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতাল পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত গোলাপী আক্তার রুমখাপালং হিলটপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
আহত শাকের আলী মিস্ত্রী বলেন গত ১৯ এপ্রিল ইয়াবা আসক্তরা আমার পরিবারের উপর হামলা চালায়। এ বিষয়টি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। দ্বিতীয় বার ইয়াবা ব্যবসায়ী শওকত আলী ও রুস্তম আলী আমাকে, স্ত্রীকে এবং আমার স্কুল পড়–য়া কন্যাকে কুপিয়ে গুরুতর আহত করে। শুধু তাই নয় আমার বসত বাড়ি ভাংচুর করে তারা। এ ব্যয়পারে উখিয়া থানায় মামলা দায়ের করার প্রস্ততি চলছে বলে জানা গেছে।
##

পাঠকের মতামত

কক্সবাজারে নিহত লে. তানজিমের বাবা-মায়ের হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর

নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের কাছে পূর্বাচলে অবস্থিত জলসিড়ি আবাসনের একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর ...