উখিয়া নিউজ ডটকম - উখিয়া থানা পুলিশ মঙ্গলবার ভোর রাতে মালভিঠা পাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে হাফেজ জালাল আহম্মদ ও তার ছেলে মোঃ ফয়সালকে আটক করেছে। তদন্তকারী কর্মকর্তা সহকারী উপ- পরিদর্শক আনোয়ার জানান, তাদের বিরুদ্ধে ইয়াবা পাচারের অভিযোগ রয়েছে।