শ.ম.গফুর, উখিয়া::
উখিয়া থানা পুলিশ সোনার পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা সহ ৪ জনকে আটক করেছে। বুধবার ভোরে এ অভিযান চালান উখিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোঃ আমিন উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ। আটককৃতরা হল মোঃ জসিম উদ্দিন, আরিফুর রহমান, মুবিন উল্লাহ ও মাহমুদুল হক। ধৃতদের বাড়ি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকার বলে পুলিশ জানিয়েছেন। ধৃতদের সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অপরজনের বিরুদ্ধে উখিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয় বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।